সাকিবের প্রথম ওভারেই উইকেট শিকার

ছবি সংগৃহীত

সাকিবের প্রথম ওভারেই উইকেট শিকার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ-তম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে সানরাইজার্স হায়দরাবাদ ও  কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে টস জিতে প্রতিপক্ষ দল সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। তবে সিদ্ধান্তটা স্বস্তি দেয়নি স্বাগতিকদের।  

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞায় পড়ে একাদশ-তম আইপিএলে খেলা হয়নি অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের।

এবার ফিরেই চমক।

জনি বেরিষ্ট্রোর সঙ্গে ডেভিড ওয়ার্নার জুটি গড়ে উদ্বোধনী জুটিতে আনেন ১১৮ রান। ওয়ার্নার তুলে নেন আসরের প্রথম অর্ধশতক। ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে।

এরপর বেরিষ্ট্রোর ব্যাটে আসে ৩৫ বলে ৩৯ আর বিজয় শঙ্করের ব্যাটে ৪০ রান। নির্দিষ্ট ওভার শেষে ৩ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ পায় হায়দরাবাদ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাকিব আল হাসানের কাছে খেই হারায় ক্রিস লিন। ১১ বলে ৭ রান করা লিনকে নিজের প্রথম ওভারে ফেরান সাকিব।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর