ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ইতোমধ্যে ব্যর্থ হয়ে গেছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট যাত্রা করেছিল। যদিও মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে আর মহাকাশে নামানো যায়নি। মূলত যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা। এ দিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয় রকেটটিকে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে আজ রোববার (১৮ মে) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি। মিডিয়াটি বলছে- রোববার স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ মহাকাশযান। উৎক্ষেপণ সফল হয়েছিল। কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে...
মহাকাশে রকেট পাঠিয়েছিল ভারত, মাঝ পথেই ভেঙে পড়ল 'স্বপ্ন'
অনলাইন ডেস্ক

৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনি নিহত, বাস্তুচ্যুত ৩ লাখ
অনলাইন ডেস্ক

গাজা ভূখণ্ডের উত্তরে গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩ লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু। বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, শুধু উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ। এই হত্যাকাণ্ডের ধারাবাহিকতাকে তারা একটি পরিকল্পিত গণহত্যার অংশ হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ওই অঞ্চলে এক হাজারের বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করেছে। একইসঙ্গে গৃহহীন করে দিয়েছে লক্ষাধিক মানুষকে, যাদের গাজা শহরে সরিয়ে নেওয়া হয়েছেযেখানে নেই প্রয়োজনীয়...
মার্কিন প্রস্তাবের জবাবে ট্রাম্পকে খামেনির কড়া হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়েহুঁশিয়ারি দিয়েবলেছেন, তিনি শান্তির কথা বলে মিথ্যা বলছেন। শনিবার (১৭ মে) তেহরানে এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খামেনি বলেন, শান্তির কথা বললেও যুক্তরাষ্ট্র তার শক্তি ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে ১০ টন ওজনের বোমা সরবরাহ করছে, এগুলো গাজার শিশুদের ওপর ফেলা হচ্ছে। এর আগে শুক্রবার ট্রাম্প আকাশপথে আরব আমিরাত ছাড়ার পর সাংবাদিকদের বলেন, ইরানকে মার্কিন প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে খারাপ কিছু ঘটবে। এই প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, একদিকে ট্রাম্প শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন আধুনিক ধ্বংসাস্ত্র দিয়ে। তাহলে আমরা কোন কথায় বিশ্বাস করব? তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে হুমকিরও ভয়...
পাকিস্তানিদের ‘বুদ্ধিমান’ বলে ট্রাম্পের প্রশংসা, জানালেন নেপথ্য গল্পও
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদের অত্যন্ত বুদ্ধিমান মানুষ হিসেবে বর্ণনা করেছেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। একইসঙ্গে, তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে প্রায়-পরমাণু যুদ্ধ প্রতিরোধে নিজের কৃতিত্ব দাবি করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে ওই সাক্ষাৎকারটি তুলে ধরেন। ট্রাম্প বলেন, তার হস্তক্ষেপের কারণেই এই দুটি পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছে, যখন সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছিল। তিনি বলেন, আমার মনে হয় ওটা ছিল এক প্রকার পারমাণবিক যুদ্ধ, অথবা খুব কাছাকাছি কিছু। তবে এখন সবাই খুশি। তিনি বলেন, মিসাইল ছোড়া হচ্ছিল, পাল্টা হামলা চলছিল এবং উভয় পক্ষ দ্রুত উত্তেজনা বাড়াচ্ছিল।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর