পাক-ভারত পরমাণু যুদ্ধ হলে কী ক্ষতি হবে?

পরমাণু যুদ্ধ

পাক-ভারত পরমাণু যুদ্ধ হলে কী ক্ষতি হবে?

অনলাইন ডেস্ক

পাক-ভারত উত্তেজনা চলছে। এ দুই দেশের যুদ্ধ শুরু হলে কী অবস্থার সৃষ্টি হবে তা নিয়ে গবেষণা করেছে একদল বিশেষজ্ঞ। বুধবার পেশ করা রিপোর্টে বলা হয়- ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ হলে অন্তত ১০০ মিলিয়ন বা ১০ কোটি মানুষের মৃত্যু হবে। সেইঙ্গে জলবায়ুতে এমন পরিবর্তন হবে, যার ফলে না খেয়ে বহু মানুষ মারা যাবে।

আমেরিকার নিউ ব্রান্সউইক-রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিপোর্ট বলছে, পরমাণু অস্ত্র যদি এশিয়ার দুটি দেশ ২০২৫ সালে ব্যবহার করে তাহলে তার থেকে ১৬-৩৬ মিলিয়ন টন ছোট ছোট কালো কার্বন পার্টিক্যাল বায়ুমণ্ডলে মিশতে শুরু করবে। ২ সপ্তাহ ধরে তা মিশতে থাকবে। যার ভয়ঙ্কর প্রভাব পড়বে বিশ্বে। এছাড়াও এ যুদ্ধের ফল হিসেবে এক ধরণের ‘কালিখ’ সূর্যের তাপকে শুষে নেবে, যা অত্যন্ত ক্ষতিকর হবে।

বিশ্বে পরমাণু শক্তিধর নয়টি দেশ রয়েছে। তার মধ্যে ভারত-পাাকিস্তান দ্রুত এগিয়ে যাচ্ছে এমন পরিস্থিতির দিকে।

ফলে দুর্ভিক্ষ হবে দুটি দেশে। অন্যদিকে, ৫০ থেকে ১২৫ মিলিয়ন মানুষ নিমেষে নিশ্চিহ্ন হয়ে যাবে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৭৫ থেকে ৮০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল।
 
গবেষণার রিপোর্ট বলছে, ২০২৫ সালে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধে ৪০০ থেকে ৫০০টি পরমাণু অস্ত্র ব্যবহার হবে।

পরমাণু যুদ্ধে যদি দুটি দেশ মিলিয়ে এত সংখ্যক পরমাণু অস্ত্র ব্যবহার করে, তাহলে দুটি এলাকারই আগামী কয়েক প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবন্ধকতা থেকে শুরু করে আঁকড়ে ধরতে পারে একাধিক সমস্যা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)