এক সপ্তাহের মধ্যে আপিল করবে আসামিপক্ষ

এক সপ্তাহের মধ্যে আপিল করবে আসামিপক্ষ

অনলাইন ডেস্ক

নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরাজসহ ১৬ আসামি আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

আজ বৃস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

রায়ে আপিলের জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী গিয়াস উদ্দীন নান্নু বলেন, এক সপ্তাহের মধ্যে তারা হাইকোর্টের আপিল বিভাগে আবেদন করবেন।

৮০৮ পৃষ্ঠার রায়ে বলা হয়, নারীর প্রতি সহিংসতা ও মৃত্যুর ঘটনায় ১৬ আসামির অংশগ্রহণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)