অভিযোগ খণ্ডনের চেষ্টা করবেন সাকিব

অভিযোগ খণ্ডনের চেষ্টা করবেন সাকিব

অনলাইন ডেস্ক

আইসিসি কর্তৃক ১৮ মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন দেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর চাউর হচ্ছে।

এদিকে, আসন্ন ভারত সফরে তার খেলা বা না খেলার বিষয় ছাপিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে এ অলরাউন্ডারকে নিয়ে।

আইসিসির কোড অফ কন্ডাক্টে বলা আছে, বাজিকরদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে।

না হয় আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে অবহিত করতে হবে। সে খবর নিজে লুকিয়ে রাখলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: আপিলে শাস্তি কমবে সাকিবের!
---------------------------------------------------------------

কিন্তু সাকিব তার কোনটাই করেননি। ফলে আইসিসির দুর্নীতি দমন সংস্থার রায়ে ১৮ মাসের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব।

আর এই খবরে দেশের কোটি ভক্তদের কপালে রীতমত ভাঁজ পড়ে গেছে।

বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সাকিব আল হাসান আত্মপক্ষ সমর্থন করবেন এবং ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে নিজ বোর্ড কিংবা আইসিসি দুর্নীতি দমন সংস্থা আকসুকে না জানানোর অভিযোগ খণ্ডনের চেষ্টা করবেন।

এক্ষেত্রে যে ১৮ মাস নিষিদ্ধ হবার আইন আছে, তা কমাতে অনুরোধ করবেন। সব মিলে চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিব আল হাসানের বিপক্ষে গুরুতর অভিযোগ সামনে উপস্থিত।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল