তাদের পদত্যাগপত্র ফিরিয়ে দিলেন ফখরুল

তাদের পদত্যাগপত্র ফিরিয়ে দিলেন ফখরুল

অনলাইন ডেস্ক

সিলেটের নেতাদের সাথে আলোচনা ছাড়াই যুবদলের কমিটি করায় ক্ষুব্ধ হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরাবরে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন দলের মেয়র আরিফসহ চার নেতা। কিন্তু তাদের পদত্যাগপত্র ফিরিয়ে দিয়েছেন ফখরুল।

ওই চার নেতা হলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও কেন্দ্রীয় সদস্য ডা. শাহরীয়ার হোসেন চৌধুরী। এর মধ্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ছাড়া বাকি তিনজন গিয়েছিলেন মহাসচিবের কাছে।

১৯ বছর পর গত শুক্রবার বিকেলে সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে সদস্য সচিব করে জেলা যুবদলের ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। একই দিন সাবেক ছাত্রদল নেতা নজিবুর রহমান নজিবকে আহ্বায়ক আর শাহনেওয়াজ বখত তারেককে সদস্য সচিব করে কেন্দ্র থেকে ২৯ সদস্যের মহানগর কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি দুটি ঘোষণার পর সিলেটে বিদ্রোহ দেখা দেয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)