চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ তাহেরা হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে একলাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত তাহেরার প্রাক্তন স্বামী রফিকুল ইসলাম ও তার সহযোগী আক্কাছ আলী বেপারী এবং তৈমুর রহমান।  

আজ বুধবার দুুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।  

নিহত গৃহবধূ হলেন- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার তাজিবুর রহমানের মেয়ে।

 

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ১৮ অক্টোবর গভীর রাতে তাহেরার প্রাক্তন স্বামী রফিকুল ইসলামসহ আরও ৪/৫ জন তাহেরার বাড়িতে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাহেরাকে।

পরে রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাহেরা। এ ঘটনায় তাহেরার বাবা তাজিবুর রহমান বাদী হয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল