ধর্ষকের শাস্তির বদলে ক্ষতিপূরণ, প্রস্তাব নাকচ ধর্ষিতার

ধর্ষকের শাস্তির বদলে ক্ষতিপূরণ, প্রস্তাব নাকচ ধর্ষিতার

অনলাইন ডেস্ক

আমেরিকার লুসিয়ানা রাজ্যের এক বিচারক এক ধর্ষণ মামলার বিচারকার্যে ধর্ষকের রায় দেওয়ার সময় ধর্ষিত নারীকে জিজ্ঞেস করেন যে তিনি ধর্ষকের ১২ বছরের শাস্তির হওয়ার বদলে তার কাছ থেকে ১.৫ লাখ ডলার ক্ষতিপূরণ নেবেন কিনা?

ধর্ষিতার পক্ষের আইনজীবী বলেন, ‘আমার মনে হয় না যে কাজ তিনি করেছেন সেই ক্ষতি অর্থ দিয়ে পূরণ করা সম্ভব। ‘ তিনি জানান যে তার মক্কেল বৃহস্পতিবারের শুনানিতেই বিচারকের দেওয়া প্রস্তাবটি নাকচ করে দেন।  

ভিক্টিম চেয়েছে ধর্ষকের তার কর্মের জন্য সাজা হোক। তিনি কোনো অর্থ চান না।

  তিনি শুধু চান ধর্ষক ধর্ষণের পর থেকে তার যে সময়টুকু কেড়ে নিয়েছে সে সময়টুকুর মাশুল সে দিক।   
 
তবে রাজ্য জেলা প্রশাসক ব্রুস বেনেটের এমন প্রশ্নে জেলা অ্যাটর্নি অফিসের সবাই বেশ বিস্মিত হয়েছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল /ডিএ