সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নাজমুল হুদা

সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নাজমুল হুদা

অনলাইন ডেস্ক

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করে নিজেই ফেসে যাচ্ছেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

দুদকের তদন্তে ওই মামলার সত্যতা না পাওয়ায় তা খারিজ করে দেয়া হয়েছে। আর বেহুদা মামলা করার জন্য দুদক উল্টো তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

আজ বুধবার (০৪ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর এস কে সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে দুদক তদন্ত শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

তদন্ত শেষে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মামলাটি কাল্পনিক ও সাজানো প্রমাণিত।

অসৎ উদ্দেশ্যে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নাজমুল হুদা মিথ্যা মামলা করেছেন।

এজন্য নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল