রাজধানীতে নাজমুল হুদার দু’দফা জানাজা অনুষ্ঠিত, দাফন হবে দোহারে

সংগৃহীত ছবি

রাজধানীতে নাজমুল হুদার দু’দফা জানাজা অনুষ্ঠিত, দাফন হবে দোহারে

নিজস্ব প্রতিবেদক

আলোচিত রাজনীতিবিদ ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। পরে এই আইনজীবীর কর্মক্ষেত্র সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।  

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার নাজমুল হুদার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এএইচ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এছাড়াও সিনিয়র আইনজীবীরাও উপস্থিত ছিলেন।  

জানাজা শেষ নাজমুল হুদার স্ত্রী বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া চান সবার কাছে।

বাদ আসর নিজ এলাকা দোহারে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।  

রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে সাবেক এই মন্ত্রী।

নজমুল হুদা বিএনপি সরকারে ১৯৯১ সালে তথ্য এবং ২০০১ সালে যোগাযোগমন্ত্রী ছিলেন। ২০১০ সালে বিএনপির দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করে দল থেকে বহিষ্কৃত হন।  

পরে ২০১৫ সালের তৃণমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। যদিও এ দলের রাজনৈতিক কোনো কর্মসূচি তিনি শুরু করতে পারেননি। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়। এ জন্য অবশ্য আইনি লড়াই চালাতে হয়েছিল আইনজীবী থেকে রাজনীতিতে নাম লেখানো হুদাকে। উচ্চ আদালতের নির্দেশনায় নিবন্ধন পায় তাঁর দল।  

news24bd.tv/ইস্রাফিল