সুনামগঞ্জের ৫ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
সুপেয় পানি নিশ্চিতে

সুনামগঞ্জের ৫ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

বোরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি

নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জলাধারার নিকটবর্তী সুপেয় পানি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষে সুনামগঞ্জের ৫ উপজেলায় এক যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার সকাল থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের বাস্তবায়নে ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় শহরের বড়পাড়া সুরমা নদীর তীরবর্তী অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, সদর উপজেলার নিবাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী সবিউর রহমান
প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, সুনামগঞ্জের ৫ উপজেলায় আনুষ্ঠানিক ভাবে নদ-নদী, খালসহ সরকারি জলাধারা তীরবর্তী অবৈধ স্থপনা দখল ও উচ্ছেদ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে। সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষে সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে আমাদের এমন উদ্যোগ।

বাকি চার উপজেলা হলো- জেলার ছাতক, জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)