হরিয়ানায় ঠান্ডার কারণে স্কুল বন্ধের ঘোষণা

হরিয়ানায় ঠান্ডার কারণে স্কুল বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক

কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ঠান্ডা আবহাওয়ার জন্য ভারতের হরিয়ানায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্কুল বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রাজ্যের শিক্ষামন্ত্রী কানওয়ার পাল এ ঘোষণায় বলেন, ২৬ ডিসেম্বর রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে।

গত কিছুদিন থেকে রাজ্যটির বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রির ঘরে ঘুরপাক খাচ্ছে, সেটা স্বাভাবিক সময়ের তুলনায় কমপক্ষে ৬ থেকে ৯ ডিগ্রি কম।

তাপমাত্রার এ নিম্নগতি আগামী আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতেও তাপমাত্রা কমেই চলেছে। সেই সঙ্গে ঘন কুয়াশার ফলে চারপাশের কিছু দেখা যাচ্ছেনা। আর ফলে বিঘ্ন ঘটছে রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থায়।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ