জিম্বাবুয়েতে ভয়াবহ খাদ্যসংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে

জিম্বাবুয়েতে ভয়াবহ খাদ্যসংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে

অনলাইন ডেস্ক

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) আশঙ্কা করছে, জিম্বাবুয়ের ১ কোটি ৪০ লাখ মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি নাগরিক পড়তে পারেন ভয়াবহ খাদ্যসংকটে। সোমবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাব্লিউএফপি-র ডেপুটি ডিরেক্টর নিলস বালৎসার।

তিনি জানান, দীর্ঘদিন ধরে চলে আসা অর্থনৈতিক মন্দা ও প্রচণ্ড খরার কারণে আফ্রিকার এ দেশটিতে ইতিমধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে। বাজারে খাদ্যসামগ্রী প্রয়োজনের তুলনায় অনেক কম।

চাহিদা অনুসারে যোগান নেই। যে পরিমাণ খাদ্যশস্য রয়েছে, তা দিয়ে দেশের অর্ধেক মানুষের চাহিদা মেটানোও সম্ভব নয়।

ডাব্লিউএফপি-র ডেপুটি ডিরেক্টর নিলস বালৎসার আরও জানান, জিম্বাবুয়ের, বিশেষত গ্রামাঞ্চলের অন্তত ৪১ লাখ মানুষ এ মুহূর্তে খাদ্যসংকটে রয়েছেন। ইতিমধ্যে খাদ্যসংকটে পড়া মানুষদের পাশে দাঁড়াতে শুরু করেছে জাতিসংঘের সংস্থাটি।

 

তিনি জানান, কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। খাদ্যসংটাপন্নদের খাদ্য সরবরাহ করতে তখন ডাব্লিউএফপির অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলারের প্রয়োজন হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ