শনিবার বিকেলে তেহরানে পৌঁছাবে সোলাইমানির মৃতদেহ

শনিবার বিকেলে তেহরানে পৌঁছাবে সোলাইমানির মৃতদেহ

অনলাইন ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ড্রোন হামলা করে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার বিকেলে তেহরানে পৌঁছাবে সোলাইমানিসহ ৫ জনের মৃতদেহ। বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

 

ইরানের দূতাবাস জানায়, ইরাকি জনগণের অনুরোধের জন্য জেনারেল সোলাইমানিসহ অন্যান্যদের মৃতদেহ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং ধর্মীয় রীতি অনুসারে শোক পালন করবেন। এরপর শনিবার বিকেলে তাদের মৃতদেহ তেহরানে নিয়ে আসা হবে।  

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এর আগে শুক্রবার ভোররাতে ট্রাম্পের সরাসরি নির্দেশে বিমান হামলা চালিয়ে ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করে মার্কিন সেনারা।

সে হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ