ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো যুক্তরাজ্য

ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

লন্ডনে থাকা ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদকে ডেকে পাঠিয়েছে যুক্তরাজ্য। গত রোববার ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়।  

এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে ইরানের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র।

ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানকে ভুল করে ভূপাতিত করার কথা ইরান স্বীকার করার পরই দেশটির বিভিন্ন স্থানে এ নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

সোমবার বরিস জনসনের মুখপাত্র জানান, ‘এটি ভিয়েনা চুক্তির লঙ্ঘন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। আমরা ইরান সরকারের কাছে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে পুরোপুরি নিশ্চয়তা চাই। ’ 

তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকায়ারকে শনিবার কয়েক ঘণ্টার জন্য আটক করে ইরান সরকার।

এরপরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।  

ইরানিদের বিক্ষোভে রাষ্ট্রদূত রব ম্যাকায়ার উপস্থিত হওয়ার পর তাকে সাময়িকভাবে আটক করে ইরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর অভিযোগ এনে সেসময় আটক করা হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ