আবারও ডাবল সেঞ্চুরির পথে পেঁয়াজ!

আবারও ডাবল সেঞ্চুরির পথে পেঁয়াজ!

অনলাইন ডেস্ক

টানা চার মাস দেশের মানুষকে ভুগিয়ে দিন দশেকের জন্য ১০০ টাকার নিচে নেমেছিল পেঁয়াজের কেজি। কিন্তু কয়েক দফায় দাম বেড়ে আবারও ডাবল সেঞ্চুরির পথে দেশি পেঁয়াজ।

বাজারে এখন এক কেজি দেশি পেঁয়াজ বাজরভেদে বিক্রি হচ্ছে কোথাও ১৬০ টাকা আবার কোথাও ১৮০ টাকা। আর আমদানিকৃত মোটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, আবারও সরবরাহ ঘাটতির কারণেই দাম বেড়েছে পেঁয়াজের।  

এদিকে, চালের বাজারেও রয়েছে অস্থিরতা। গত দশ দিনে পাইকারি বাজারে ৫০ কেজির বস্তায় দাম বেড়েছ ১০০ থেকে ১৫০ টাকা। আর খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা পর্যন্ত।

 তাছাড়া দু’একটি সবজি বাদে অধিকাংশের দাম ৫০ টাকার ওপরে। তবে বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে সব ধরণের মাছের। মুরগি, ডিম এবং সব ধরণের মাংসের দাম স্থিতিশীল রয়েছে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল