মসজিদে আগুন: ফিনল্যান্ড বিএনপির নিন্দা

মসজিদে আগুন: ফিনল্যান্ড বিএনপির নিন্দা

জামান সরকার, ফিনল্যান্ড থেকে

নয়া দিল্লির অশোক নগরে একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ নিন্দা ও প্রতিবাদ লিপিতে ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মসজিদ ভাঙচুর জ্বালাচ্ছে সংঘর্ষে অংশ নেওয়া হিন্দুরা। মসজিদের মিনারে উঠে মাইক খুলে ফেলছে। মিনারটির উপরে উঠে হনুমান ও ভারতীয় পতাকা লাগাচ্ছে।

মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে শোনা যায় জয় শ্রি রাম ও হিন্দুকা হিন্দুস্তান।

ছড়িয়ে পড়া ওই ভিডিওটি সংবাদ সংস্থা এএফপি ভেরিফায়েড করেছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়।

এ পর্যন্ত এই সংঘর্ষে নিহত বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে ২ শতাধিক।

নেতৃবৃন্দ আরো বলেন, নয়া দিল্লির অশোক নগরের মসজিদ ভাঙচুর মুসলিমদের বাবরি মসজিদের ভাঙচুরের কথা মনে করিয়ে দেয়।

এই যৌথ প্রতিবাদ লিপিতে স্বাক্ষরকারীরা হলেন- ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, রুবেল ভূঁইয়া, মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, প্রদীপ কুমার সাহা, মিজানুর রহমান মিঠু, আলাউদ্দিন আহমেদ, সাহিন মোহাম্মদ, সাজ্জাদ মুন্না, নিজাম উদ্দিন, আবুল কালাম আজাদ, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর