ফরিদপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

ফরিদপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগের আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে ও বুধবার (৮এপ্রিল) সকালে ময়না ইউনিয়নের বেলজানি গ্রামে দুই দফায় পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে আহত হয়েছে ৩০ জন। এ সময় উভয় পক্ষের ২০ থেকে ২৫টি বাড়ি ও দোকান ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানায়, ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ.লীগের বর্তমান সভাপতি বেলজানি গ্রামের জিন্নাহ মাতুব্বর ও সাবেক সভাপতি আলাউদ্দিন মাত্বব্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আলাউদ্দিন মাতুব্বরের সমর্থক সামাদকে জিন্নাহ মাতুব্বরের লোকজন মারধর করে। এর জের ধরে মঙ্গলবার রাতে আলাউদ্দিন মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে জিন্নাহ মাতুব্বরের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় জিন্নাহ মাতুব্বরের ১৫ থেকে ২০ জন সমর্থক আহত হয়।

 

এর পাল্টা হিসেবে বুধবার সকালে জিন্নাহ’র সমর্থকরা আলাউদ্দিন সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় ১০ থেকে ১২ জন আহত হয়। আহতদের মধ্যে জিন্নাহ সমর্থক ইমাম হোসেন (৩০) ও বায়েজিদ সিকদারকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আনসার বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বোয়লমারী থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ২টা পর্যন্তু কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগের প্রেক্ষিতে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল