জেদ্দা মিশনের লেবার কাউন্সিলরের স্ত্রী ও ২ সন্তান করোনা শনাক্ত

জেদ্দা মিশনের লেবার কাউন্সিলরের স্ত্রী ও ২ সন্তান করোনা শনাক্ত

মোহাম্মদ আল-আমিন, সৌদি আরব

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনে কর্মরত কাউন্সিলরের (লেবার) পর এবার তার স্ত্রী, ১২ এবং ৪ বছরের দুই সন্তান প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তারা সবাই বর্তমানে জেদ্দার সোলাইমান ফাকিহ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

জেদ্দার কাউন্সিলর (হজ) মোহাম্মদ মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে তাদের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।


এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিলর (লেবার) বাংলাদেশ মিশন, জেদ্দায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশি চার হাজার শ্রমিককে করোনা ভাইরাস পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর