উত্তর কোরিয়া আরেকটি যুদ্ধ ঠেকাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে

উত্তর কোরিয়া আরেকটি যুদ্ধ ঠেকাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে

অনলাইন ডেস্ক

আরেকটি যুদ্ধ ঠেকাতেই উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছেন দেশটির নেতা কিম জং উন। কোরিয়া যুদ্ধ অবসানের ৬৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে পিয়ংইংয়ে দেশটির প্রবীণ যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার নিরাপত্তার নিশ্চয়তা এবং কোরিয়ান উপদ্বীপে দ্বিতীয় যুদ্ধ ঠেকাতে নির্ভরযোগ্য ও কার্যকর’ প্রতিরোধ ব্যবস্থা। সাম্রাজ্যবাদী শক্তি ও শত্রুবাহিনীর যেকোনো ধরনের চাপ ও সামরিক হুমকির বিরুদ্ধে এখন আমরা রুখে দাঁড়াতে সক্ষম।

তিনি আরও বলেন, এই ভূমিতে আর কোনো যুদ্ধ হবে না এবং আমাদের দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ চিরদিনের জন্য নিশ্চিত হয়েছে। নির্ভরযোগ্য ও কার্যকর পারমাণবিক প্রতিরোধের কাছে আমাদের কৃতজ্ঞতা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ