অবশেষে মুক্তি পাচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ হাফিজ

অবশেষে মুক্তি পাচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ হাফিজ

অনলাইন ডেস্ক

নানা নাটকীয়তা, শাস্তি শেষে অবশেষে মুক্তি পাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। দলের সঙ্গে যোগ দেয়ার সুযোগ পেলেন এই ক্রিকেটার।

স্বাস্থ্যবিধি ভঙ্গের কারণে ক'দিন আগে বাধ্যতামূলক হোম আইসোলেশনে পাঠানো হয়েছিল হাফিজকে।

ইংল্যান্ডে গিয়ে 'বায়ো সিকিউর' বা স্বাস্থ্য নিরাপদ নিয়ম ভঙ্গ করেন হাফিজ।

টেস্ট দলে না থাকায় যুক্তরাজ্যের একটি স্থানীয় মাঠে গলফ খেলতে যান এ অলরাউন্ডার। সেখানে ৯০ বছর বয়স্ক এক বৃদ্ধার সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এর এতেই সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তানের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।

এরপর তাকে পাঠানো হয় বাধ্যতামূলক আইসোলেশনে।

করা হয় করোনা টেস্ট। টেস্টের ফলাফল নেগেটিভ আসায় তাকে আবারও পাকিস্তান দলের সাথে যোগ দেয়ার অনুমিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।

টেস্ট সিরিজ শেষে ২৮ আগস্ট থেকে সাউদাম্পটনে শুরু হবে পাকিস্তান ও ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজ। এই সংস্করণের সেরা একাদশে দেখা যেতে পারে হাফিজকে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল