সহজ ম্যাচ হেরে গেল জ্যামাইকা

সহজ ম্যাচ হেরে গেল জ্যামাইকা

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ম্যাচে ১১৯ রান খুবই ছোট টার্গেট। আর এই সহজ টার্গেটকে ছুঁতে পারলো না জ্যামাইকা তালাওয়াজ।   

শনিবার (২২ আগস্ট) রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকা তালাওয়াজ। মুজিব উর রহমান ও কার্লোস ব্রাথওয়েটের বোলিং তোপে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে যায় গায়ানা।

পরে ক্রিস গ্রিন, অ্যাশমেড নেড, ইমরান তাহির, নবীন উল হকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ২০ ওভারে খেলেও ১০৪ রানের বেশি করতে পারেনি জ্যামাইকা।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় জ্যামাইকা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার ওয়ালটন, চতুর্থ ওভারের মধ্যে নিজেদের উইকেট হারিয়ে আসেন ক্রুমাহ বোনার এবং গ্লেন ফিলিপসও। স্কোরবোর্ডের অবস্থা তখন ৩.১ ওভারে জ্যামাইকার সংগ্রহ ৩ উইকেটে ৪ রান।

শুরুর এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দলটি। অধিনায়ক পাওয়েল ৩০ বলে ২৩, আসিফ আলি ২০ বলে ১৪ এবং ব্রাথওয়েট আউট হন ১৪ বলে ৫ রান করে, রানের খাতা খুলতে পারেননি নেপালি লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। জ্যামাইকার ইনিংসে তখন বাকি মাত্র ৪ ওভার, স্কোরবোর্ডে লেখা ৭ উইকেটে ৫৯ রান।

শেষ তিন উইকেট হাতে নিয়ে ৪ ওভারে জয়ের জন্য ৬০ রান করতে হতো জ্যামাইকাকে। প্রাণপন চেষ্টা করেছিলেন রাসেল। দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে রাসেল খেলেছেন ৩৭ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি, দেখেছেন ১৪ রানের পরাজয়।

গায়ানার পক্ষে বল হাতে ভালো করেছেন সবাই। গ্রিন ৩ ওভারে ১০ রানে ২ উইকেট, তাহির ৪ ওভারে ২৬ রানে ১ উইকেট, নেড ৪ ওভারে ১০ রানে ১ উইকেট ও নবীন ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। ব্যাট হাতেও ১৪ রান করায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নবীন।

ম্যাচে আগে ব্যাট করতে নামা গায়ানাকে বড় সংগ্রহ গড়তে দেননি মুজিব ও ব্রাথওয়েট। শুরুতে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন মুজিব। পরে লেজ মুড়িয়ে ১৪ রানের বিনিময়ে ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন ব্রাথওয়েট। গায়ানার পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেছেন ওপেনার ব্র্যান্ডন কিং।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক