পদ ছাড়লেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

পদ ছাড়লেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

অনলাইন ডেস্ক

ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সভানেত্রীর পদ ছাড়ছেন সোনিয়া গান্ধী। আর নতুন সভাপতি খুঁজতে আজ সোমবার দুপুরে জরুরি বৈঠকে বসেন দলটির ওয়ার্কিং কমিটির সদস্যরা।

সোনিয়া গান্ধী দলের অন্তর্বর্তী সভানেত্রী পদ থেকে অব্যাহতি চাওয়ার পর এই জরুরি বৈঠক ডাকা হয়। ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়ে দেন, সোনিয়ার নেতৃত্বের প্রতি দলের পূর্ণ আস্থা রয়েছে।

একই কথা বলেন এ কে অ্যান্টনিও। কিন্তু প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, এদিন নেতৃত্ব পরিবর্তন চেয়ে মা সোনিয়াকে চিঠি লেখা নেতাদের প্রতি বিষোদগার করে অভিযোগ তোলেন। এমনকি তাদের অনেকের সঙ্গেই বিজেপির যোগষাজশ আছে বলেও অভিযোগ তোলেন। এ সময় দলের অনেকেই রাহুলের এই মন্তব্যের প্রতিবাদ করেন।
সম্প্রতি দলের নেতৃত্ব পরিবর্তন চেয়ে ২৩ জন নেতা চিঠি লেখার পরেই সোনিয়া দলের অন্তর্বর্তী সভানেত্রী থাকতে অনীহার কথা জানান।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ