অন্তর্বর্তীকালীন সভাপতির পদে থাকছেন সোনিয়া গান্ধীই

অন্তর্বর্তীকালীন সভাপতির পদে থাকছেন সোনিয়া গান্ধীই

অনলাইন ডেস্ক

আগামী ৬ মাস কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতির পদে সোনিয়া গান্ধীই থাকছের। সোমবার ওয়ার্কিং কমিটির ৭ ঘণ্টার বৈঠকের পর নেতারা এই সিদ্ধান্তে পৌঁছান।

এরপর ভোটা ভুটির মাধ্যমে ভারতের পুরনো এই রাজনৈতিক দলটির নতুন সভাপতি বাছাই করা হবে বলে জানানো হয়। তবে সোমবারের বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আপাতত সেনিয়া গান্ধিকে সভাপতি হিসেবে কার্যভার সামলানোর প্রস্তাব পেশ করেন।

যদিও অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভানেত্রীর পদে তিনি আর থাকতে চান না, রোববারই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন সোনিয়া। এই নিয়েই সোমবার দলের কার্যকরী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। শনিবার দলটির পূর্ণ সময়ের সভাপতি চেয়ে ২৩ জন নেতা চিঠি লেখার পরেই, সোনিয়া দলের অন্তর্বর্তী  সভানেত্রী থাকতে অনীহার কথা জানান। নেতৃত্ব পরিবর্তন চেয়ে সোনিয়াকে চিঠি লেখা নেতাদের প্রতি চড়াও হন রাহুল গান্ধী।
অভিযোগ করেন, এঁদের অনেকের সঙ্গেই বিজেপির গোপন আঁতাঁত রয়েছে। আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে দলটির ভার্চুয়াল বৈঠক। জ্যেষ্ঠ নেতারা জানান, রাহুলের এই মন্তব্যে সুবিধা নিবে বিজেপি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ