অন্তর্বাস বেরিয়ে থাকা বা পিরিয়ড নর্মাল বিষয়: স্বস্তিকা

অন্তর্বাস বেরিয়ে থাকা বা পিরিয়ড নর্মাল বিষয়: স্বস্তিকা

অনলাইন ডেস্ক

সমাজের হাজারো সমস্যার মাঝে এবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় আরো কিছু সমস্যার কথা উল্লেখ করে একটি ভিডিও পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে। ভিডিও বার্তায় স্বস্তিকা বলেন, সবার সবকিছু নিয়েই সমস্যা। এই ধরুন জিম। ছেলেরা যায় সিক্স প্যাক বানাতে আর মহিলারা যায় ফিট থাকতে, রোগা হতে বা টোনড হতে।

news24bd.tv

কিন্তু জিমে মেয়েদের পোশাক নিয়ে নানা রকমের শর্ত থাকে। মেয়েরা স্পোর্টস ব্রা, ট্যাংক টপ বা শর্টস পরে এক্সারসাইজ করতে পারবে না। মেয়েদের সব সময় সব ঢেকে লম্বা প্যান্ট, লম্বা টিশার্টি পরে এক্সারসাইজ করতে হবে। সম্প্রতি স্বস্তিকার আসন্ন ছবি তাসের ঘরের পোস্টার প্রকাশ পেয়েছে।

news24bd.tv

সেখানে স্বস্তিকার চরিত্রে সুজাতার আন্তর্বাসের স্ট্র্যাপ দেখা যাচ্ছে। সেই নিয়েও একদল মানুষ ছি ছি করছিলো। স্বস্তিকা বলেন, শুধু ছবির পোস্টারে নয়। বাস্তবেও যদি অন্তর্বাসের স্ট্র্যাপ বেরিয়ে যায় তা হলে সব চোখ সেদিকে চলে যায়।

নারীদের পিরিয়ড নিয়েও বহু রকমের আলোচনা হয় আজও। সব মিলিয়ে স্বস্তিকা বলছেন, এত বড় একটা প্যানডেমিক হয়ে গেল। পৃথিবী ধ্বংস হতে বসেছিল। আর মেয়েদের এইগুলো এখনও শুনে যেতে হচ্ছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ