ইউএনও ‍ওপর হামলা: চালক-পরিচ্ছন্নতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

ইউএনও ‍ওপর হামলা: চালক-পরিচ্ছন্নতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

অনলাইন ডেস্ক

ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।

আজ সোমবার বেলা একটার দিকে উপজেলা চত্বর থেকে তাদের নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেন ইউএনও কার্যালয়ের এক কর্মকর্তা।

তারা হলেন- উপজেলা ভূমি কার্যালয়ের গাড়িচালক ইয়াসিন আলী (২৮)। ইউএনওর বাসভবনের পরিচ্ছন্নতাকর্মী অরসোলা হেমব্রম (৩৬)।

প্রায় ১৪ বছর ধরে তিনি ওই বাসায় পরিচ্ছন্নতার কাজ করতেন।


আরও পড়ুন: 

ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি


উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে ইউএনওর সরকারি বাসভবনের ভেন্টিলেটর কেটে দুর্বৃত্তরা তাঁর শয়নকক্ষে ঢোকে। এর আগে দুর্বৃত্তরা ওই বাসভবনের নিরাপত্তাপ্রহরীকে বেঁধে প্রহরীকক্ষে তালা দিয়ে আটকে রাখে।

ইউএনওর বাবা ওমর আলী (৭০) প্রতিদিন সকালে হাঁটতে বের হন।

কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি হাঁটতে বের না হওয়ায় সঙ্গীরা তাঁর খোঁজ নেওয়ার জন্য বাসভবনে যান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাঁরা পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে ইউএনও, তাঁর বাবা ও প্রহরীকে উদ্ধার করে। আহত বাবা-মেয়েকে বৃহস্পতিবার সকালে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর