গুম হলেন বেলারুশের বিরোধী দলীয় নেত্রী

গুম হলেন বেলারুশের বিরোধী দলীয় নেত্রী

অনলাইন ডেস্ক

বেলারুশের বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোলেসনিকোভা গুম হয়েছেন। সরকারবিরোধী বিশাল গণ-মিছিলের পর এ ঘটনা ঘটলো।  

জানা যায়, অজ্ঞাত পরিচয়ে বেশ কয়েকজন ব্যক্তি তাকে রাজধানী মিনস্ক থেকে অপহরণ করে নিয়ে গেছে।

বেলারুশের মিডিয়া আউটলেট টুটু ডট বাই প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতির বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ওই বিক্ষোভ থকে পুলিশ গ্রেপ্তার করেছে বেশ কিছু বিক্ষোভকারীকে।

খবরে বলা হয়, মুখোশপরা ব্যক্তিরা তুলে নিয়ে গেছে কোলেসনিকোভাকে। এরপর তাকে একটি মিনিভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে।

গণমাধ্যমটির খবরে আরও বলা হয়, গত আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে প্রতিবাদে নামে সরকার বিরোধীরা। এরই ধারাবাহিকতায় মিনস্কে গণর‌্যালি অনুষ্ঠিত হয়।

সেখান থেকে ৬৩৩ বিদ্রোহী গ্রেফতার করে দেশটির সরকারি প্রশাসন। যদিও কোলেসনিকোভাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেনি দেশটির পুলিশ।


আরও পড়ুন:  ‘ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি নয়’


 

নিউজ টোয়েন্টিফোর/নাজিম