এমন দাবানল আগে কেউ দেখেনি

এমন দাবানল আগে কেউ দেখেনি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল থেকে বাঁচতে ৫ লাখেরও বেশি মানুষ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে। দাবানলে এরইমধ্যে সাতজনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

গভর্নর কেট ব্রাউন এ দাবানলকে নজিরবিহীন বলে উল্লেখ করে বলেন, এ অঞ্চলে এমন অনিয়ন্ত্রিণ দাবানল আগে কখনো ঘটেনি। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ১২টি অঙ্গরাজ্যে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে।

দাবানলের উৎপত্তিস্থল মূলত ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন। ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যলন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়ায় গেছে। ওরেগন অঙ্গরাজ্যে ৪২ লাখ মানুষের বসবাস।  

আরও পড়ুন: 


মার্কিন নির্বাচনে হ্যাকারদের খবরদারির চেষ্টার অভিযোগ


বৃহস্পতিবার সন্ধ্যায় অঙ্গরাজ্যটির জরুরি ব্যবস্থাপনা দফতরের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ১০ শতাংশেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হচ্ছে।

প্রায় একশটির বেশি বড় ধরনের আগুন জ্বলছে প্রায় দুই লাখ একর জুড়ে। এছাড়া বাতাসের গতিবেগ অনেক বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানায় দমকল বিভাগ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল