গভীর শোক নিয়ে জুম্মা পার করলো তল্লাবাসী

গভীর শোক নিয়ে জুম্মা পার করলো তল্লাবাসী

আলী তালুকদার

গভীর শোক নিয়ে পবিত্র জুম্মা বার পার করলো নারায়নগঞ্জের তল্লাবাসী। জুম্মার নামায়ে মসজিদ বিস্ফোরণের ঘটনায় নিহতদের জন্য প্রার্থনা করলেন তারা। বিস্ফোরণের সাতদিনেও যেখানে স্বজনরা ভুলতে পারেনি হারানোর ব্যথা। অশ্রুশিক্ত চোখে পশ্চিম তল্লার মসজিদ ঘিরেই ছিলেন নিহতের স্বজনরা।

 

মসজিদের ভেতরে এই চিহ্ন ঠিক সাত দিন আগে ঘটে যাওয়া বিস্ফোরণের। শুক্রবার জুম্মার নামাযে এই মিম্মারে বসেই বয়ান দিয়েছিলেন মারা যাওয়া ইমাম আব্দুল মালেক। পাশেই মোয়াজ্জিম দেলোয়ার হোসেন।

আজ সেই মসজিদ ধ্বংসস্তুপের পরিণত।

মেঝেতে পড়ে আছে ভাঙ্গা কাচ, গেটে ঝুলছে তালা। ভেতরে আইন শৃঙ্খলাবাহিনীর নিষেধাজ্ঞা দেয়া সংকেতিক চিহ্ন।

বায়তুল সালাত জামে মসজিদরে জানালা ধরে কাদছেন আবু সাঈদ। ঢুকরে কাদতে থাকা সাঈদ জানান তার একমাত্র ভাইকে হারানোর ব্যাথা।

দূর মাইকে ভেসে আসে জুম্মা নামাযের আযান। মুসল্লিরা আজ ছুটছেন পাশের মসজিদে। জানান, কতোটা ভারাক্রান্ত মন নিয়ে পাশের মসজিদে যাচ্ছেন।

এদিকে, তল্লা এলাকার আশপাশের মসজিদগুলোতে নিহতদের জন্য করা হয় প্রার্থনা।


আরও পড়ুন: রপ্তানি আদেশ বাড়লেও দাম নিয়ে তীব্র প্রতিযোগীতার মুখে উদ্যোক্তারা


 

নিউজ টোয়েন্টিফোর/নাজিম