২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী শুরু হলো একাদশ শ্রেনীতে ভর্তি কার্যক্রম। সরাসরি ভর্তির ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আবার কোথাও নেয়া হচ্ছে নির্ধারিতের চেয়ে অতিরিক্ত ফি। ৩ অক্টোবর সাধারণ ছুটির পর পরই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে শিক্ষকরা।

অন্যথায় চলবে অনলাইন ক্লাস।  

করোনা প্রাদুর্ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথম বারের মত রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। এদের সবাই এসেছে একাদশ শ্রেণীতে ভর্তি হতে। এবছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী।

রাজধানীর কলেজ ক্যাম্পাস গুলোতে ভিড় থাকলেও, ভর্তি কার্যক্রম নিয়ে ভোগান্তি না থাকায় সন্তুষ্টি শিক্ষার্থী ও অবিভাবকদের।

এমন সমস্যা এড়াতে রাজধানী ছাড়াও অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করেছে রাজশাহীর কলেজ গুলো। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে শিক্ষকরা। তবে অনুমতি না পেলে চলবে অনলাইন ক্লাস বলে জানান শিক্ষকরা।

সারা দেশের মত বরিশালেও চলছে একাদশ শেণীতে ভর্তি কার্যক্রম। তবে অভিযোগ উঠেছে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ২ হাজার টাকা বাড়তি ফি।

কলেজ কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই আদায় করা হচ্ছে অতিরিক্ত দুই হাজার টাকা।

সরকার নির্ধারিত ভর্তি ফি অনুসারে পৌর এলাকায় ভর্তি ফি ২ হাজার টাকা ও মহানগর গুলোতে সর্ব সাকুল্যে ভর্তির জন্য তিন হাজার টাকা নিতে পারবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল