খুলনায় অর্থ আত্মসাতের মামলায় বিজেএমসি কর্মকর্তার জামিন নামঞ্জুর

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় বিজেএমসি কর্মকর্তার জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পাট পণ্যের ওজনে কারচুপি করে ৭ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র

ভূঁইয়ার জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা (বিশেষ) জজ আদালতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের
আবেদন করা হলে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর জামিনের আবেদন বাতিল করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) উন্নত চিকিৎসার নির্দেশ দেয় আদালত।

জানা যায়, ২০১৪ সাল থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত মামলার আসামিরা প্লাটিনাম জুবলি জুট মিলস-এর ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাট পণ্য) ওজনে ঘাটতি দেখিয়ে ১ হাজার ৫২৯ দশমিক ২৯ মেট্রিক টন পাট পণ্য আত্মসাৎ করেন। যার মূল্য ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর