মক্কার গভর্নরের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করেছে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী

মক্কার গভর্নরের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করেছে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সোমবার পবিত্র মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ- আল ফয়সাল-এর সাথে এক দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন।  

বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার কূটনৈতিক সম্পর্ক ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এর আগে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে সংস্থাটির মহাসচিব ড. হোসেফ বিন আহমেদ আব্দুল রাহমান আল-ওতাইমীন-এর নিকট তাঁর পরিচয়পত্র প্রদান করেন।


আরও পড়ুন: বিশ্বের বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন 


বৈঠকে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ, বাংলাদেশ দূতাবাস রিয়াদের উপ মিশন প্রধান এস এম আনিসুল হক, কনস্যুলেটের কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান সহ ওআইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv সুরুজ আহমেদ