প্রকাশ্যে আ.লীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশ্যে আ.লীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ৩

মো. হৃদয় খান, নরসিংদী

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে সালিসি বৈঠকে রুবেল মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ঘটনায় গতকাল বুধবার বিকেলে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম মোল্লা ১২ জনকে আসামি করে শিবপুর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মামুন ও তার স্ত্রী মুক্তা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রুবেল মোল্লা (৩০) উপজেলার পুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে মামুনের সাথে আওয়ামী লীগ নেতা রুবেলের বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এক পর্যায়ে প্রতিপক্ষ মামুন লোহার বল্লম দিয়ে রুবেল মোল্লার গলায় আঘাত করে। গুরুতর আহতাবস্থায় রুবেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজন ও এলাকাবাসীর।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোল্লা আজিজুর রহমান নিউজ টোয়েন্টফোরকে জানান, অভিযুক্ত মামুন ও তার স্ত্র্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

news24bd.tv তৌহিদ