স্পেনে পাসপোর্ট নিয়ে কোনো জটিলতা থাকবে না : রাষ্ট্রদূত

স্পেনে পাসপোর্ট নিয়ে কোনো জটিলতা থাকবে না : রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেছেন স্পেন প্রবাসিদের পাসপোর্ট নিয়ে কোনো জটিলতা থাকবে না, এরিমধ্যে জোড়াল উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন প্রতিনিধি ইসমাইল হোসেন রায়হান।    

প্রশ্ন: স্পেন প্রবাসিরা কেমন আছে ?

হাসান মাহমুদ খন্দকার:  আলহামদুলিল্লাহ স্পেন প্রবাসী বাংলাদেশীরা অন্যান্য দেশের তুলনায় ভালো আছেন।

কোভিট আমাদের মাঝ থেকে ৫টি জীবন কেড়ে নিয়েছে, আমি তাদের প্রত্যেকের আত্মার মাগফেরাত কামনা করছি।  

আরও পড়ুন: 


একাত্তর টিভি সত্যিই কবে কখন কিভাবে ইসলাম এর মর্যাদা নষ্ট করেছে?

অতিরিক্ত আঘাতের কারণেই রায়হানের মৃত্যু

সংঘবদ্ধ হয়ে মিডিয়া বয়কটের ডাক স্বৈরতান্ত্রিক


প্রশ্ন: অনেক দেশ থেকেই প্রবাসিরা ফিরে আসছে। স্পেনে কী এমন কোন চাপ আপনি অনুভব করেন ?

হাসান মাহমুদ খন্দকার: না, এমন কোন চাপ নেই স্পেনে।

প্রশ্ন: করোনার এই সময়ে স্পেনের বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ বাড়াতে কোনো উদ্যোগ নিয়েছেন কী?  

হাসান মাহমুদ খন্দকার: আসলে পুরো বিশ্ব একটি ভয়াবহ সময় অতিক্রম করছে।

তারপরও আমরা চেষ্টা করছি।
প্রশ্ন: স্পেনে প্রবাসিরা কী ধরনের দুর্ভোগে আছে ? দূতাবাস কী করছে।

হাসান মাহমুদ খন্দকার: অনেকের কাজ চলে গেছে, তাদেরকে সরকারী সহযোগিতা এনে বন্টন করা হয়েছে।  

প্রশ্ন: সহযোগিতার ধরণ কী ?

হাসান মাহমুদ খন্দকার: আমরা নগদ অর্থ প্রদান করেছি।

প্রশ্ন: তাদের জন্য সরকারের আলাদা কোনো বাজেট আছে কী ?

হাসান মাহমুদ খন্দকার: সরকার প্রথমে ১০ লক্ষ টাকা পরবর্তীতে সেটি বৃদ্ধি করে ২৫ লক্ষ টাকা পাঠিয়েছে।  

প্রশ্ন: প্রবাসিদের ছেলে মেয়েদেরকে দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রাখতে কোনো উদ্যোগ আছে কী ? 

হাসান মাহমুদ খন্দকার: প্রতিবছর বার্সেলোনায় বিশাল আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উৎযাপন করা হয়।   সেখানে দূতাবাস থেকে প্রতিনিধি যান।
প্রশ্ন: স্পেনে বাংলাদেশের ব্যবসা বাড়ানোর কতটুকু সুযোগ আছে ?? 

হাসান মাহমুদ খন্দকার: স্পেনে আসলে বাংলাদেশের নাগরিকরা চাকরির চেয়ে ব্যবসাটাই বেশি করে।

প্রশ্ন: স্পেনে প্রবাসিদের সন্তানরা বাংলা শেখার কোনো সুযোগ পায় কী না। হাসান মাহমুদ খন্দকার: জ্বী আমাদের বাংলাদেশ স্কুল রয়েছে সেখানে শিশুরা বাংলা ভাষায় পড়াশোনা করে।
 
প্রশ্ন: আটকে থাকা পাসপোর্ট ছাড়ানোর ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা কি?আর কি ধরনের সমস্যার সম্মুখীন হয় প্রবাসীরা।

হাসান মাহমুদ খন্দকার: আমরা পাসপোর্ট অধিদপ্তরে চিঠি প্রেরণ করেছি। মন্ত্রী মহোদয় কে জানিয়েছি। আশা করছি সমস্যা সমাধান হয়ে যাবে।
আপনাকে ধন্যবাদ।

news24bd.tv কামরুল