ছবিতে ঢাকা-৫ আসনের ভোটগ্রহণ

ছবিতে ঢাকা-৫ আসনের ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল নয়টায় শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

 

সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভোটগ্রহণ।  

news24bd.tv

সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন আওয়ামী লীগের  প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম মনু। এসময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

 

তিনি বলেন, খুবই শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। ফলাফল যা হবে তাই মেনে নিবো, তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

মনু বলেন, খুবই শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। নির্বাচন বানচাল করার কোন সুযোগ নেই।

news24bd.tv


আরও পড়ুন: ফলাফল যা হবে মেনে নেবো: আ.লীগ প্রার্থী মনু


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী।  

news24bd.tv

তারা হলেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।  

news24bd.tv

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। এই আসনে ১৮৭ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

news24bd.tv নাজিম