তিন দফা দাবিতে আজও কর্মবিরতিতে চবি অফিসার সমিতি

তিন দফা দাবিতে আজও কর্মবিরতিতে চবি অফিসার সমিতি

নিজস্ব প্রতিবেদক

আজও কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের কর্মবিরতি শুরু হয়।

প্রশাসক পদ বাতিলসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সংগঠনটি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী গণমাধ্যমকে বলেন, লাগাতার কর্মবিরতিতে অফিসার সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

রোববারও বিশ্ববিদ্যালয়ের সকল অফিসের কার্যক্রম বন্ধ ছিলো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর আগে গত ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত টানা তিনদিন কলমবিরতি পালন করেছি আমরা।  


 আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যার পরবর্তী কয়েক ঘণ্টা কি ঘটেছিল, দেখা যাবে সেলুলয়েড পর্দায় (ভিডিও)


দাবিগুলো হলো: ১. ১৯৭৩ অ্যাক্ট অনুযায়ী ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে ৬ষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার ও সমমানের পদে ৪র্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনতে হবে।

২. প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন করে পূর্বের ন্যায় চালু করতে হবে।

news24bd.tv নাজিম