ইরফান সেলিমকে ডিবির জিজ্ঞাসাবাদ শুরু

ইরফান সেলিমকে ডিবির জিজ্ঞাসাবাদ শুরু

নিজস্ব প্রতিবেদক

নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তাকে নেয়া হয় ডিবি কার্যলয়ে। রিমান্ডে ঘটনার দিন রাতে কি ঘটেছিল, সে বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবির উপ-পুলিশ কমিশনার এম এইচ আজিমুল হক।  

নৌ বাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণের ৩০ নংওয়ার্ড বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমসহ ৩ আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত।

রিমাণ্ডের প্রথম দিন বৃহস্পতিবার ইরফান সেলিমকে নেয়া হয় ডিবি কার্যলয়ে।

ডিবি কর্মকর্তারা বলছেন, সেদিন রাতে নৌ কর্মকর্তা ও ইরফান সেলিমের মধ্যে কি ঘটেছিল রিমাণ্ডে জানতে চাইবেন তারা।

ইরফানের ব্যবহার করা সাংসদের স্টিকারযুক্ত গাড়িটির কোন বৈধ কাগজপত্র ছিল না। এ সংশ্লিষ্ট বিষয়ও খতিয়ে দেখবে ডিবি।

আরও পড়ুন: ৪৯ হাজার ইয়াবা রেখে আসামি ছাড়, ওসি কারাগারে

বুধবার নৌ কর্মকর্তার করা হত্যা চেষ্টা মামলায় ইরফানসহ তিন আসামিকে ৩ দিনের রিমাণ্ডে পাঠান আদালত।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর