সরবরাহ আছে তবু দাম বেশি

সরবরাহ আছে তবু দাম বেশি

সুলতান আহমেদ

শীতকালিন নানা সবজির সরবরাহ বাড়ার পরও দাম কমার কোন লক্ষন নেই রাজধানীর বাজারগুলোতে। বরং বৃষ্টির অজুহাতে কিছুটা বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।

সরকারের বেধে দেয়া দামের কোন তোয়াক্কা না করে এখনও ৪৫ টাকায় বিক্রি হচ্ছে আলু। দ্রব্যমূল্যের বাড়তি দামে তাই নাকাল হতে হচ্ছে ক্রেতাদের।

তবে কিছুটা স্বস্তি মিলছে মাছ মাংসের দামে।  


আরও পড়ুন:তবুও বস্তা প্রতি চালের দাম বাড়লো ১০০ টাকা


রাজধানীর বাজারগুলোতে বড় আকৃতির ফুলকপি দেখেই বোঝা যায় শীত আসতে শুরু করেছে। শীতকালিন এই সবজির পাশাপাশি উঠতে শুরু করেছে টমেটো, বাধাকপি নানা রংয়ের সবজি।

সাধারণত শীতকালিন সবজি আমদানি শুরু হলে দাম কিছুটা কমতে শুরু করে, তবে সেই যুক্তি খাটছে না বর্তমান বাজারে।

বাহারি সবজির ভীড়েও ক্রেতাকে নাকাল হতে হচ্ছে দাম নিয়ে।

সবজির পাশাপাশি রাজধানীর বাজারগুলোতে সংকট নেই আলুর। সেখানে সরকারের বেধে দেয়া ৩৫ টাকা দাম যেনো শুধুই কাগজে কলমে। পাশাপাশি আমদানী করা আদা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে।

বর্ষা মৌসুম শেষ হওয়ায় নদীগুলোতে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ। নদীর আইড়, পাঙ্গাস, বাঘাইর, রুই সহ ছোট বড় নানা আকৃতির মাছের দেখা মিলছে রাজধানীর বাজারগুলোতে। যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।


আরও পড়ুন:বিহারে আমাকে হয় খুন করতো, নাহলে ধর্ষণ: আমিশা


তবে মাংসের বাজার রয়েছে পুরোপুরি স্থিতিশীল। গরুর মাংস কিছুটা কমে বিক্রি হচ্ছে ৫৬০ টাকা কেজি দরে, আর খাসির মাংস ৭৫০ টাকা কেজি ।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর