ভোট গণনা বাকি থাকলেও নিজেকে বিজয়ী ঘোষণা ট্রাম্পের

ভোট গণনা বাকি থাকলেও নিজেকে বিজয়ী ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। এ পর্যন্ত পাওয়া ফলে দেখা গেছে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন বাইডেন। আর তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট।


আরও পড়ুন: বাইডেন এগিয়ে থাকলেও খুব বেশি পিছিয়ে নেই ট্রাম্প


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গ্যার্ডিয়ান তাদের লাইভ ইলেকটোরাল কলেজ ভোটে এই সর্বশেষ তথ্য জানিয়েছে।

news24bd.tv

এখনও কোটি কোটি ভোট গণনার বাইরে থাকলেও নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ট্রাম্প।  

বুধবার মধ্যরাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে দেয়া ভাষণে নিজের জয়ের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, সত্যি বলছি, আমরা এই নির্বাচনে জিতেছি।

তিনি বলেন, আমরা নির্বাচনে জিতে গেছি।

ওরা আমাকে ধরতেই পারবে না। আমরা পেনসিলভানিয়ায়ও বড় ব্যবধানে জিততে যাচ্ছি। আমাকে হারনো তাদের পক্ষে অসম্ভব। উইসকনসিনও আমরা জয় করতে যাচ্ছি।

সূত্র: বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান

news24bd.tv নাজিম