মিন্নির আপিল আবেদনের শুনানি হবে

মিন্নির আপিল আবেদনের শুনানি হবে

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আয়শা সিদ্দিকা মিন্নির আপিল আবেদন শুনানির জন্য গ্রহন করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যেন্ত তার জরিমানাও স্থগিত রাখা হয়েছে। বরগুনার আলোচিত রিফাত হত্যা  মামলায় অন্য আসামীদের সঙ্গে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকেও বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

রিফাত হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড হয়।  


আরও পড়ুন:দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত, ধর্ষকের যাবজ্জীবন


মিন্নি ছাড়াও আরেক আসামী মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাতের পৃথক আবেদন আপিল শুনানির জন্য গ্রহন করে আদালত। তার জরিমানাও স্থগিত রাখা হয়েছে।  

দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ছয় আসামি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক আপিল করেন।

আজ আদালতে মিন্নির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জেড আই খান পান্না ও মাক্কিয়া ফাতেমা ইসলাম।

সিফাতের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বদিউজ্জামান তপাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর