চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছি, আমাদের শান্ত থাকতে হবে: বাইডেন

চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছি, আমাদের শান্ত থাকতে হবে: বাইডেন

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ের পাল্লাই ভারী। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশ ক্ষীন। জয়ের আভাস পাওয়ার পর থেকেই উল্লাসে ফেটে পড়েছেন বাইডেনের সমর্থকরা।  তবে নিজের সমর্থকদের চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।  

প্রতিবেদনটিতে বলা হয়, তিন শতাধিক ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাইডেন।  

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে ডেলাওয়ার অঙ্গরাজ্যে অবস্থান করা বাইডেন এক বক্তৃতায় বলেন, ‘আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি। তবে দেশ যেসব কঠিন সমস্যায় ভুগছে, তা সমাধানের কাজের ক্ষেত্রে অপেক্ষা করছি না।


আরও পড়ুন: বাসকে ঠেলে আধাকিলোমিটার নিয়ে গেল ট্রেন, নিহত ২


তিনি বলেন, ‘স্বাস্থ্য খাত ও অর্থনৈতিক সংকট নিয়ে গতকাল সিনেটর হ্যারিস এবং আমি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছি। দেশব্যাপী উদ্বেগ বাড়িয়ে চলেছে মহামারি করোনাভাইরাস। সংক্রমণ আকাশচুম্বী। আমরা হয়তো দিনে দুই লাখ সংক্রমণ দেখতে পাব। এ পর্যন্ত মৃত্যু দুই লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। ’

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে এখন দুই লাখ ৪০ হাজার চেয়ার খালি হয়ে গেছে। আমরা উভয় দল জানি, আমাদের সামনে কঠিন দুশ্চিন্তার সময়। নির্বাচনের পর এটা আরো কঠিন হতে পারে। তবে এখন ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, শান্ত থাকতে হবে। ’  

news24bd.tv নাজিম