সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন

সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন ডেস্ক

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শনিবার রাতে ((বাংলাদেশ সময় রোববার সকালে) পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ভোট গণনায় তার জয় নিশ্চিত হয়।  

একই সঙ্গে দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবনে প্রেসিডেন্ট হওয়ার যে স্বপ্ন ছিল তার সেটা পূরণ হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী ২০২১ সালের ২০ জানুয়ারি শপথের পর দায়িত্ব নেবেন।

এর মাধ্যমে ৭৭ বছর বয়সী বাইডেন হোয়াইট হাউজে প্রথম মেয়াদে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হচ্ছেন।


আরও পড়ুন: করোনায় বন্ধ প্রতিষ্ঠান: দিশেহারা দুই শিক্ষক যে পথ বেছে নিলেন


প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম ভাষণে জো বাইডেন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ‘আত্মা’কে ফিরিয়ে আনতে চান, দেশকে ‘বিভক্ত না করে ঐক্যবদ্ধ’ করতে চান।   তিনি প্রতিশ্রুতি দেন, সবার প্রেসিডেন্ট হবেন। সবাইকে ঐক্যবদ্ধ হতে এবং সমঝোতা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে নিজের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এখন যুক্তরাষ্ট্রকে ‘সারিয়ে তোলার’ সময়।

বাইডেন বলেন, ‘লাল কিংবা নীল রাজ্য নয়, আমার নজরে রয়েছে শুধুমাত্র আমেরিকা। ’

news24bd.tv নাজিম