আলাস্কায় ট্রাম্পের জয়, জর্জিয়াতেও পুনঃগণনার অনুমতি

আলাস্কায় ট্রাম্পের জয়, জর্জিয়াতেও পুনঃগণনার অনুমতি

নিজস্ব প্রতিবেদক

বুধবার প্রকাশিত হয়েছে মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার ভোটের ফলাফল। এই অঙ্গরাজ্যটিতে বিজয়ী হয়েছেন ট্রাম্প। ফলে নতুন ৩টি যোগ হয়ে নির্বাচনে তার মোট ইলেকটোরাল ভোট সংখ্যা দাঁড়ালো ২১৭ তে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের মধ্যে ব্যবধান কম হওয়ায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনগণনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যটির সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপারগার।


আরও পড়ুন: থমকে গেছে জনশক্তি রপ্তানি, কর্মহীন রিক্রুটিং এজেন্সি


চলতি সপ্তাহের মধ্যেই পুনঃগণনা কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। এ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে মাত্র ১৪ হাজার ভোট বেশি পেয়েছেন বাইডেন। পুনগণনার পর প্রাপ্ত ফলকেই চূড়ান্ত হিসেবে ধরা হবে বলেও মন্তব্য করেন ব্র্যাড।

জর্জিয়ায় রয়েছে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট।

news24bd.tv আহমেদ