ক্ষুদ্র মোটরগাড়ি শিল্পের উন্নয়নে উদ্যোক্তা ও প্রশাসনের সভা অনুষ্ঠিত

ক্ষুদ্র মোটরগাড়ি শিল্পের উন্নয়নে উদ্যোক্তা ও প্রশাসনের সভা অনুষ্ঠিত

রিপন হোসেন, যশোর

যশোরের ক্ষুদ্র মোটরগাড়ি শিল্পের উন্নয়নে উদ্যোক্তা ও প্রশাসনের সভা হয়েছে। সোমবার যশোর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে একটি বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাইন্ডেশন (আরআরএফ) এই সভার আয়োজন করে।  

সভায় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ অন্যান্যরা।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর চাচী রিজিয়া নাসের লাইফ সাপোর্টে


সভায় বক্তরা বলেন, ক্ষুদ্র মোটরগাড়ি শিল্পে যশোরের অনেক সুনাম রয়েছে।

সেজন্য অটোমোবাইল শিল্পাঞ্চল গড়ে তুলতে পারলে এই শিল্পের আরো প্রসার ঘটবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে।

যশোরে অনন্ত ৩০০ হালকা ও ভারি প্রকৌশল শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সেখানে গাড়ির পার্টস, স্প্রিংপাতি ও বডি উৎপাদন করা হয়- যা আগে সবই আমদানি নির্ভর ছিল।

এ খাতে কমপে ১৫ হাজার শ্রমিক কাজ করেন।

news24bd.tv আহমেদ