বঙ্গবন্ধুর দর্শন আর অবদানের কারণে আজ দেশ স্বাধীন: তাজুল ইসলাম

বঙ্গবন্ধুর দর্শন আর অবদানের কারণে আজ দেশ স্বাধীন: তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা একটি ' দুর্ঘটনা ও বিচ্ছিন্ন ' ঘটনা বললেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।  

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

ঘটনার ব্যাখ্যায় মন্ত্রী বলেন, 'একটা ঘটনা যেহেতু ঘটেছে আমি তো সামগ্রিক বলতে পারি না। এখানে তো সব মানুষ অংশগ্রহণ করে নি।

এটা খুবই দুঃখজনক ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।  

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দর্শন আর অবদানের কারণে আজ দেশ স্বাধীন, আজ দেশ এই পর্যায়ে এসেছে।  

'এই ঘটনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর অবমাননা হয়নি, বরং এটা জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। '

এর আগে ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান দেখা করেন মন্ত্রীর সঙ্গে।

দ্বিপাক্ষিক এই আলোচনা নিয়ে মন্ত্রী বলেন, সুয়ারেজ সিস্টেম, পানি নিষ্কাশন, নগর জীবনের উন্নয়ন নিশ্চিত করা নিয়ে দুই দেশ কিভাবে সহযোগিতা করতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে।

ভাস্কর্য নির্মাণের বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন,  'এটা এখন প্রস্তাব আকারে আছে। অফিসিয়ালি বসে বিষয়টি সামনে চূড়ান্ত করা হবে। ' 

তুর্কি রাষ্ট্রদূত বলেন, স্থানীয় সরকারের নানা ইস্যুতে কিভাবে দুই দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি।

আরও পড়ুন:


সিটিভির ফুটেজে ধরা পড়ল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সেই ঘটনা

আপনার উদ্বেগের সঙ্গে সুর মেলাতে পারছি না

ভারতের তৈরি টিকা নিয়ে করোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী!

যে সময় দোয়া পড়লে দ্রুত কবুল হয়

যে দোয়া পড়লে কখনো বিফলে যায় না!

কঠিন বিপদ থেকে রক্ষা পেতে যে দোয়া পড়বেন!


news24bd.tv কামরুল