দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী:

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে দীর্ঘ সময় টানা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পারে বিভিন্ন প্রকার সহাস্রাধিক যানবাহনের সারি রয়েছে।  

দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায় এবং সংশ্লিষ্টদেন সাথে কথা বলে জানাযায়, রোববার দিবাগত রাত ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখেন।

এতে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় ৫কিঃমিঃ যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

দীর্ঘ সময় পারের অপেক্ষায় থেকে যানবাহন চালক ও যাত্রীদের শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।   

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখতে হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। তিনি বলেন দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে বিভিন্ন প্রকার যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: 


মাদরাসা থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

চার সমাজের চার শিল্পীর ডিজিটাল ফলোয়ারের সমীক্ষা

ঘন কুয়াশার সঙ্গে ঝিরঝির বৃষ্টি শুরু

যদি ভাবেন অনেক শক্তি হয়ে গেছে সে ধারণা ভুল


news24bd.tv কামরুল