পুকুরে পড়ে ছিল বিশাল আকৃতির শুকুন

পুকুরে পড়ে ছিল বিশাল আকৃতির শুকুন

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের সলংগার একটি বাড়ি থেকে বিশাল শকুন পাখি উদ্ধার করা হয়েছে। হিমালয় গ্রিধিনি নামে ওই শকুনকে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে সলংগা থানার চরধুবিল গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে দি বার্ড সেফটি হাউস নামে একটি পরিবেশবাদী সংগঠন।

সংগঠনটির চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, ওই এলাকার কিছু যুবক একটি পুকুরে মধ্যে ভেজা অবস্থায় শকুনটিকে দেখে ধরে ফেলেন। পরে সেটি স্থানীয় একটি বাড়িতে নিয়ে বেঁধে রাখে।

পরে খবর পেয়ে সেখানে গিয়ে শকুনটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: পাঁচ সন্তানের মাকে ধর্ষণ করল ১৭ মাতাল!

‘পোলিওর মতো করোনা ভ্যাকসিনকেও মুক্ত করতে হবে’

‌‘শকুনটি হয়তো ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল। শুকুনের নাম (হিমালয় গ্রিধিনি)। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিস শকুনটিকে যেখানে ছেড়ে দেওয়ার নির্দেশ দেবেন সেখানেই আমরা হস্তান্তর করব।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর