‘পোলিওর মতো করোনা ভ্যাকসিনকেও মুক্ত করতে হবে’

‘পোলিওর মতো করোনা ভ্যাকসিনকেও মুক্ত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

করোনার মহামারি প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে ধনী-দরিদ্র সব দেশকে ভ্যাকসিন সরবরাহের তাগিদ দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

এক্ষেত্রে কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ’আলজাজিরা নিউজ আওয়ার’এ দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।  

নোবেলজয়ী ইউনুস বলেন, মালিকানা থাকলে তাতে পুঁজি ও লাভের হিসাব জড়িত থাকবেই।

তবে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে তা আমলে নিলে, পৃথিবীর বড় একটা জনগোষ্ঠী প্রাণ হারাবে। যেখানে দ্ররিদ্র দেশগুলোর ৯০ শতাংশ মানুষ থাকবে। এ সময় পোলিও টিকার প্রসঙ্গও টানেন তিনি।

আরও পড়ুন: প্রতিটি মাদরাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে: হানিফ

নুরকে ‌‘গাড়িচাপার চেষ্টা’, আসিফ নজরুলের স্ট্যাটাস

বলেন, পোলিওর ভ্যাকসিনের আবিষ্কারক যেভাবে টিকার মালিকানা ছেড়ে দিয়ে পৃথিবীকে পোলিওমুক্ত করেছেন, তেমনি কোভিড উদ্ভাবকদেরও মুক্ত করতে হবে করোনা ভ্যাকসিনকে।

তবেই সবার কাছে সহজলভ্য হয়ে উঠতে পারে করোনার প্রতিষেধক। নয়তো কখনই বিশাল দ্ররিদ্র জনগোষ্ঠীর পক্ষে করোনা ভ্যাকসিন পাওয়া সম্ভব হবে না।

’আলজাজিরা নিউজ আওয়ার’এ দেওয়া ড. মুহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর