আমনের ভরা মৌসুমে চালের এত দাম কেন?

নয়ন বড়ুয়া জয়

আমনের ভরা মৌসুমে চট্টগ্রামে চালের বাজার আবারো অস্থির। দুই এক দিনের ব্যবধানে চাক্তাই ও পাহাড়তলীর পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে বস্তা প্রতি ২শ থেকে তিনশ টাকা পর্যন্ত । দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। দর ঊধর্বগতির কারণ  হিসেবে উত্তরবঙ্গের মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা।

চট্টগ্রামের  বাজারে আবারো চালের দাম বেড়েছে।   গেল কয়েকদিনে  সরবরাহের কোন ঘাটতি না থাকলেও দুই এক দিনের ব্যবধানে চাক্তাই ও পাহাড়তলীর পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে বস্তা প্রতি ২শ থেকে তিনশ টাকা পর্যন্ত । যা কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত। ২২শ টাকার মোটা স্বর্ণা সিদ্ধ চাল বস্তা প্রতি বিক্রি হচ্ছে  ২৫শ টাকা ।

আর  ইরি চাল ২৬ শ টাকা বস্তার ইরি চাল বিক্রি হচ্ছে  ২৯শ টাকা পর্যন্ত ।

পাইকাররা বলছেন,  উত্তরবঙ্গের মিলারদের কারসাজির কারণেই চালের দাম বেড়েছে ।   
দফায় দফায় চালের দর বৃদ্ধিতে  হতাশ ক্রেতারা ।

এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরে খোলাবাজারে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করছে খাদ্য অধিদপ্তর।

তবে  চালের বাজার স্থিতিশলি রাখতে নিয়মিত বাজার মনির্টরিং এর কোন বিকল্প নেই  বলে মনে করেন  ভোক্তারা।