ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

জুবাইদুল ইসলাম, শেরপুর

শেরপুরের নকলায় এক ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি এবং চাঁদা দাবির অপরাধে শরিফুল ইসলাম শিপ্ত (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বিকেলে উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিপ্ত স্থানীয় নবিজুল হকের ছেলে এবং সরকারি হাজী জালমামুদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।


করোনায় দেশে মৃত্যু বাড়লো

৭ মিনিটে ১২৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি, রহস্যের জট খুলল ৮ মাস পর

পি কে হালদারের পরোয়ানা ইন্টারপোলে

যে লক্ষণে বুঝবেন শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে!


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান সুজার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অজ্ঞাতনামা এক ব্যক্তি।

সেইসাথে চাঁদা দিতে অস্বীকার করলে চেয়ারম্যানসহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করার হুমকি দেয় বিভিন্ন নাম্বার থেকে। পরে চেয়ারম্যান সুজা গত ২৮ নভেম্বর নিজের নিরাপত্তার স্বার্থে নকলা থানায় একটি জিডি করলে পুলিশ তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আজ বিকেলে তাকে গ্রেপ্তার করে।   

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, ওই বিষয়ে শহীদুল ইসলামের বিরুদ্ধে নকলা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।

news24bd.tv নাজিম